রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


141) আতসবাজিতে কোনটির উপস্থিতির জন্য গাঢ় লাল রঙ দেখা যায় ?
A) Sr
B) P
C) S
D) N

142) PVC নিচের কোন বিষয়ের পলিমার কারণে পাওয়া যায়?
A) প্রোটিন
B) ভিনাইল ক্লোরাইড
C) স্টাইরিন
D) অ্যাসিটিলিন

143) চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় নিম্নের কোনটি ?
A) NO
B) N2
C) H2S
D) NO2

144) নিম্নের কোনটি একটি আয়ন যৌগের বৈশিষ্ট্য নয় ?
A) নিম্ন গলনাংক এবং স্ফুটনাঙ্ক
B) উচ্চ গলনাংক এবং স্ফুটনাঙ্ক
C) জলে দ্রাব্য এবং পেট্রোল অদ্রাব্য
D) ঘন এবং শক্ত

145) ভাঙা ডিমের খোলায় একটি দ্রবণ যোগ করলে একটি গ্যাস উৎপন্ন হয় যা চুনকে ঘোলা করে এই দ্রবণে আছে নিম্নের কোনটি ?
A) NH4Cl
B) HCl
C) KCl
D) NaCl

146) সাধারণ হাইড্রোজেন এর তুলনায় জায়মান হাইড্রোজেন এর কোন ধর্মটি বেশি দেখা যায়?
A) বিজারণ
B) জারণ
C) স্থায়িত্ব
D) কোনোটিই নয়

147) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে আইসোপ্রিন মনোমার একক হিসেবে উপস্থিত
A) স্টার্চ
B) নিওপ্রিন
C) প্রাকৃতিক রবার
D) পিভিসি

148) কোন জলে স্নান করা উচিত নয়?
A) বৃষ্টির জলে
B) ঝরনার জলে
C) পাতকুয়ার জলে
D) ভারী জলে

149) কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল নয়?
A) ইউরেনিয়াম
B) থোরিয়াম
C) টেকনিশিয়াম
D) রেডিয়াম

150) 29 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল টি নিচের কোনটির সাথে সম্পর্কিত ?
A) s ব্লক
B) d ব্লক
C) p ব্লক
D) f ব্লক

151) কোন বায়ুদুষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে?
A) কার্বন ডাই অক্সাইড
B) নাইট্রোজেন ডাই অক্সাইড
C) সালফার ডাই অক্সাইড
D) ক্লোরিন

152) বলয় পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে?
A) HCl
B) H2SO4
C) HNO3
D) HBr

153) স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক এসিড প্রস্তুত করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়—
A) Al2O3
B) Cr2O3
C) V2O5
D) MnO2

154) নিচের কোনটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট(অনুঘটক)?
A) O2
B) H2O2
C) O3
D) F2

155) কোন ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহৃত হয়?
A) অ্যান্টিভেনাম রূপে
B) ফটোগ্রাফিতে
C) পেস্টিসাইড রূপে
D) সার উৎপাদনে

156) বক্সাইট পরিশোধনে কোন ক্ষার ব্যবহৃত হয় ?
A) NaCl
B) NaHSO4
C) Na2CO3
D) NaOH

157) নীচের কোনটি জলের অস্থায়ী খরতার সৃষ্টি করে না—
A) ক্যালশিয়াম কার্বনেট
B) ম্যাগনেশিয়াম কার্বনেট
C) ক্যালশিয়াম সালফেট
D) কোনোটিই নয়

158) সাধারণ হাইড্রোজেন এর তুলনায় জায়মান হাইড্রোজেন এর কোন ধর্ম টি বেশি দেখা যায় ?
A) বিজারণ
B) জারণ
C) স্থায়িত্ব
D) কোনোটিই নয়

159) ঘুমের ওষুধ প্রস্তুতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়--
A) সালফার
B) আয়োডিন
C) ইউরিয়া
D) খাবার সোডা

160) হাইড্রোজেন পার অক্সাইড এর নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে ?
A) HCHO
B) CH3OH
C) CH2=CH2
D) CH3CHO